
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানবাধিকার সংঘটন নিরাপদ বাংলাদেশ চাই (এনবিসি) ইউকের ২০২২ সালের কেন্দ্রীয় কমিটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপদেষ্টা মন্ডলির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। ব্যারিষ্টার আব্দুল মজিদ তাহের, আশিকুর রহমান আশিক, আলী আকবর চৌধূরী এবং ড.মনিরুজ্জামান ভুঞা। সংঘটনের সভাপতি হিসাবে দায়িত্বে আছেন মুসলিম খান ও সেক্রেটারি তাহমিদ হোসেন খান। সংগটনের নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন মোঃ আবু তাহের (সহকারী সেক্রেটারি) মো: আসয়াদুল হক (সহ-সভাপতি) শফিউল আরফিন জুনেদ ( সহকারী ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি) মুর্শেদ আহমেদ খাঁন (সাংগঠনিক সম্পাদক)।
