শীর্ষ সংবাদ সম্পাদকীয় সিলেটের সংবাদ সুনামগঞ্জ

সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী’তে পথ শিশু’দের খাদ্য বিতরণ অনুষ্ঠিত

Stay Home

স্টাফ রিপোর্টারঃ সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদের বিভাগীয় ও মহানগর কমিটির উদ্যোগে পথশিশু’দের খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(১০ নভেম্বর বুধবার) বিকাল ৪’০০ ঘটিকার সময় নগরীর দরগাহ গেইট এলাকায় মুসলিম সাহিত্য সংসদ এর সামনে সংগঠনের ১ম প্রতষ্ঠাবার্ষীকিতে বিভাগীয় কমিটির সভাপতি সজিব রশিদ চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন এবং মহানগর কমিটির সভাপতি সৈয়দ শাহরিয়ার মিটু সাধারণ সম্পাদক এস বি রাহাত এর সার্বিক তত্ত্বাবধানে পথ শিশু’দের মধ্যে খাদ্য বিতরুণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সহ-সভাপতি মির্জা রেজুয়ান বেগ, শিহাব আহমেদ,আলী আহসান হাবীব, যুগ্ম-সাধারণ সম্পাদক আশীষ দাশ,আল আমিন তালুকদার,সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী,জাকারিয়া আহমেদ,সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি খোশনুল আবেদিন পনিক,ইফতেখার মোহাম্মদ নাবিল,আলীনুর রশিদ,মনির আহমদ,সৈয়দ সুজাত,লিপি বেগম,রুনা সুলতানা,সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল হক সজীব,তানভীর আহমেদ তারেক,রুবেল মিয়া প্রমুখ।

Stay Home

এ জাতীয় আরও সংবাদ

সিলেট সিএমএম আদালতের ১১জন স্টাফ করোনায় আক্রান্ত

sylhet vision

বিশ্বনাথে সাংবাদিক পরিবারসহ নতুন করোনা সনাক্ত ৪ জন

sylhet vision

ধর্ষনকারীদের শাস্তির দাবীতে দিরাইয়ে ছাত্রদলের মানববন্ধন

sylhet vision