
নিজস্ব প্রতিবেদকঃ সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধরীর ছোট ভাই যুক্তরাজ্য নিউহাম বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক মোসলেহ উদ্দিন চৌধুরী মিলনের বিয়ে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের জিন্দাবাজারস্থ বাফেট প্যারাডাইজ (আল-হামরা সপিং সেন্টারের ৫ম তলা) চাইনিজে সিলেটের জালালাবাদের সোনাতলার
(পূর্ব পাড়া মৌলানা বাড়ি) মরহুম হোসেন আহমদের কন্যা সুমাইয়া খানম সুহাদা’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন,সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, জগদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী বকুল মিয়া প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ নব-দম্পতির দাম্পত্য জীবন সুখময়, সুস্বাস্থ্য ওদীর্ঘায়ু কামনা করেন।
