
মোঃ বদরুজ্জামান বদরুলঃ সিলেটে থেকে প্রকাশিত দৈনিক ভাটিবাংলা ডটকম অনলাইন পোর্টালের ৪ জনসহ ৭ জন কর্মরত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর সাংবাদিক বদরুর রহমান বাবরের মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদে নগরীর বালুচর পয়েন্টে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক বিজয়ের কণ্ঠের প্রতিনিধি রাজন আহমেদ আরিয়ানের সঞ্চালনায় ও সার্চ মানবাধিকার সোসাইটি সিলেট জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক এনাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি ও দৈনিক ভাটিবাংলা ডটকম ও অনলাইন ভাটিবাংলা টিভি চ্যানেল এর সম্পাদক এস এম ওয়াহিদুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব সিলেট জেলা সভাপতি মোঃ ফারুক মিয়া,
বাংলাদেশ রিপোর্টাস ক্লাব সিলেট জেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর রাজু,সার্চের সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান ও সাংবাদিক রনি আহমেদ।
এছাড়াও স্থানীয় এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন-জোনাকি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল মিয়া,মোঃ ইউসুফ মিয়া,আব্দুল্লাহ্ মিয়া প্রমুখ।
