রাজনীতি শীর্ষ সংবাদ সারাদেশ সিলেটের সংবাদ

বর্তমান সরকার মুক্তিযুদ্ধ কে নিজেদের অর্জন হিসেবে দেখছে

Stay Home

সিলেট জেলা প্রতিনিধি: মানুষকে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস জানানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভিলেন বানানো হচ্ছে বলে দাবি সাবেক এই মন্ত্রীর।
বুধবার (২৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত
হোটেলে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটি সিলেট বিভাগীয় আহবায়ক ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মিডিয়া কমিটির সদস্য,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম সাজুর সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে। কিন্তু বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে নিজেদের অর্জন হিসেবে দেখছে। দেশের জনগণকে মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস জানানো হচ্ছে।
সাবেক এই মন্ত্রী বলেন, আমরা স্বাধীনতার ৫০ বর্ষপূর্তি সার্বজনীনভাবে পালন করতে চাই। কিন্তু সরকার তা করতে দেবে না। মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। এখন মুক্তিযুদ্ধের ইতিহাস একতরফা নিয়ে আসা হচ্ছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই কেউ একা একা যুদ্ধ করেননি।
তিনি আরও বলেন, ‘আজ জিয়াউর রহমানের প্রাপ্তি কেড়ে নেয়া হচ্ছে। বাঙালী সৈনিকদের দ্বারা যে যুদ্ধ শুরু হয়েছিলো তাতে সবাই মিলে যোগ দেয়। যদি কেউ কলমের খোঁচায় এসব বদলে দিতে চায় তবে কেউ মনে হয়না মেনে নেবে। গণতন্ত্র আজ পুলিশের হাতে, র‌্যাবের হাতে। কেউ বাজার করতে পারে না আবার কেউ হাজার হাজার কোটি টাকার মালিক। এটা উন্নয়ন নয়, এটা বৈষম্য। ’
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব,বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. শাখাওয়াত হাসান জীবন, মিডিয়া কমিটির সদস্য সচিব,বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক,সুনামগঞ্জ জেলার সভাপতি কলিম
উদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেট,সুনামগঞ্জ,
মৌলভীবাজার,হবিগঞ্জ জেলার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Stay Home

এ জাতীয় আরও সংবাদ

কারাগারে খালেদার চারপাশে ‘রাসায়নিক বিস্ফোরকের ডিপো’: রিজভী

Jamalganjnews24

সু-সাহিত্যের রনাঙ্গন’র পুরস্কার বিতরণী এবং আলোচনা সভা সম্পন্ন

sylhet vision

কয়েস আহমদ’র ঈদ শুভেচ্ছা

sylhet vision