জাতীয় বিনোদন শীর্ষ সংবাদ

মরনব্যাধী করোনা ভাইরাসে অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

Stay Home

সিলেট ভিশন ডেস্ক: অভিনেতা সাদেক বাচ্চু করোনাভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১২টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী জানান।

সাদেক বাচ্চুর বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন জানান, শ্বাসকষ্ট নিয়ে ৬ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। সেখানে নমুনা পরীক্ষায় শুক্রবার করোনাভাইরাস ধরা পড়লে শনিবার তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।

৬৬ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খল চরিত্রের অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি।

২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাদেক বাচ্চু।

Stay Home

এ জাতীয় আরও সংবাদ

শ্রীরামসি গণহত্যার শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের দাবি- মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া

sylhet vision

নতুন করোনা শনাক্ত ওসমানীর ল্যাবে ২৬, শাবির ল্যাবে ৮২

sylhet vision

শোভন এন্ড তাহমিদ গ্যাস ট্রেডার্স’র অফিস উদ্বোধন

sylhet vision