
স্টাফ রিপোর্টারঃ শহরতলি শিবের বাজার এলাকায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সিলেট মহানগর ৭নং ওয়ার্ড স্বেচ্ছসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ আলেয়া ইকবাল চৌধুরীর উদ্যোগে এ শুকনো খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দিনব্যপী শিবের বাজারের বিভিন্ন এলাকায় ঘুরে আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়া বাড়িতে বাড়িতে গিয়ে খাবার বিতরণ করেন তিনি। তাছাড়া বন্যার্তদের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে পথশিশুদের মাঝে খাবার বিতরন করেন।
তিনি বলেন যাদের আর্থিক অবস্থা ভালো তারা এসকল মানুষের পাশে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
